AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তালেবানের নিষেধাজ্ঞা অমান্য করছে নারী সংবাদ পাঠিকারা


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:৪৯ পিএম, ২২ মে, ২০২২
তালেবানের নিষেধাজ্ঞা অমান্য করছে নারী সংবাদ পাঠিকারা

 

আফগানিস্তানে মেয়েদের মুখমণ্ডলসহ সমস্ত শরীর ঢেকে রাখার নির্দেশ অমান্য করে সংবাদ পড়তে দেখা গেছে সাংবাদ পাঠিকাদের। অথচ ২০২১ সালে তালেবান ক্ষমতায় এসে সুশীল সমাজের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। এছাড়া চলতি মাসের শুরুতে মেয়েদের মুখমণ্ডলসহ সমস্ত শরীর ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা।

 

আফগান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নিষেধাজ্ঞা ভঙ্গ করে সেদেশের টোলো নিউজ, শমশদ টিভি এবং ওয়ান টিভির সংবাদ উপস্থাপিকাদের মুখ না ঢেকেই সংবাদ পড়তে দেখা গেছে।

 

এ বিষয়ে শমশদ টেলিভিশনের বার্তা প্রধান আবিদ এহসাস বলেন, আফগানিস্তানে কর্মরত বেশিরভাগ সংবাদ পাঠিকারা মুখ ঢেকে সংবাদ পড়তে চান না। যদি আজ আমাদের নারী সহকর্মীরা মুখ ঢেকে কাজ করতে রাজি হন, তবে আগামীতে তারা (তালেবান) বলবেন কাজ করা বন্ধ করতে হবে। এ জন্যই আমরা তালেবানের আদেশ না মেনেই আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

 

এর আগেও ক্ষমতায় আসার পর নারীদের ওপর নানারকম বিধিনিষেধ আরোপ করে তালেবান নেতা। জানা গেছে ইতোমধ্যেই তালেবানের কারণে বহু নারী সাংবাদিক দেশ ছেড়ে চলে গেছেন।

 

একুশে সংবাদকম/য.ট. জা.হা

Link copied!