AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৬:৩৮ পিএম, ২ জুলাই, ২০২৫

তানোরে রাসেল ভাইপার সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রাজশাহীর তানোরে বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে  ইসমাইল হোসেন (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। তার বাড়ি উপজেলার বাঁধাইড় ইউনিয়ন ইউপির শিবরামপুর পশ্চিম পাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আলমগীরের পুত্র।

বুধবার (২ জুলাই) সকালের দিকে সাপে কামড়ানো ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর  ঘটনাটি ঘটে। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সেই সাথে এলাকায় এক প্রকার আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে শিবরামপুর পশ্চিম পাড়া ধানী মাঠে ধান কাটতে যান ইসমাইল। এ সময় ওই জমিতে থাকা রাসেল ভাইপার সাপে কামড় দেয় তাকে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফর করেন। রামেকে চিকিৎসা চলা অবস্থায় কৃষক ইসমাইলের মৃত্যু হয়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার জন্য রিপোর্ট দেয়া হয়েছে। এটা নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!