উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি জোরদারে “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক এক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২ জুলাই ) সকালে কোস্ট গার্ড বেইস মোংলায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণরা অংশগ্রহণ করে।
কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম ও অগ্নিনির্বাপণ পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, “জনগণের জান-মাল রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশ কোস্ট গার্ডের সেবা পেতে হটলাইন ১৬১১১ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে