AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে নির্বাচন অফিসে ছবি তুলতে তরুণদের ভিড়


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৬:৪২ পিএম, ২ জুলাই, ২০২৫

কালীগঞ্জে নির্বাচন অফিসে ছবি তুলতে তরুণদের ভিড়

আগামী জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রমে ব্যস্ত জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন সংশ্লীষ্ট কর্তৃপক্ষ। তরুণ-তরুণীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা গেছে। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।

এ মুহূর্তে সারা দেশে নির্বাচনি আবহ বিরাজ করছে। নির্বাচনে অংশ নিতে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের বড় একটি অংশ বিরাট ভূমিকা রাখতে চলেছে। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এবার নতুন এক পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত একতরফা নির্বাচনে যেসব নাগরিক ভোট দিতে পারেননি এ নিয়ে তাদের মনে ক্ষোভ রয়েছে। তাদের সবাই এবার ভোট দিতে কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দের প্রার্থী দেখে ভোট দিবেন। গণঅভ্যুত্থান পরিবর্তিত পরিস্থিতিতে এদের বড় অংশ প্রথমবারের মতো চাপমুক্ত ভাবে ভোট দেওয়ার স্বপ্ন দেখছেন।

গাজীপুর-৫ আসনটি গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ড, বাড়ীয়া ইউনিয়ন ও কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা এবং সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত। নির্বাচন অফিসের তথ্য মতে এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৮৫ হাজার ৬৭৮ জন। শুধু কালীগঞ্জ উপজেলায় নতুন তরুণ ভোটার রয়েছে ১১ হাজার ৬১৩ জন।

বিগত আ‍‍`লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনে বিএনপিসহ বেশির ভাগ দল অংশ নেয়নি। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত অংশ নিলেও রাতের ভোট হিসেবে খ্যাতি পাওয়া ওই নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। নির্বাচনে জয়ের জন্য তরুণদের ভোট টানতে নানা ছক কষছে রাজনৈতিক দলগুলো। দলের ব্যানারে একই সঙ্গে পালন করছে নানা কর্মসূচি, নির্ধারণ করছে কৌশল। এবারের নির্বাচনে তরুণ ভোটের সংখ্যা অন্য সময়ের চাইতে বেশী। ধারণা করা যায়, তরুণ ভোটাররা আগামী নির্বাচনের জয়-পরাজয়ে ফলাফল নির্ধারণে বিরাট ভূমিকা রাখবেন।

জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম প্রতিবেদককে বলেন, যারা এখনো ভোটার হতে পারেননি সরকারি ছুটির দিন বাদে অফিস চলাকালীন সময়ে সকলের জন্য উম্মুক্ত রয়েছে। রেজিস্ট্রেশন পরবর্তী এখন ছবি তোলার কাজ চলমান রয়েছে।
 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!