AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কম্পাসু


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৫৭ পিএম, ১৩ অক্টোবর, ২০২১

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কম্পাসু

চীনের হাইনান প্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কম্পাসু। ঘূর্ণিঝড় কম্পাসুর প্রভাবে হংকংয়ে বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস।

স্থানীয় সময় বুধবার ভোরে ঘণ্টায় ১০১ কিলোমিটার গতিতে হংকংয়ের উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় কম্পাসু। ভারি বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে তলিয়ে যায় শহরটির উত্তরাঞ্চল। ঘূর্ণিঝড় কম্পাসু প্রভাবে হংকংয়ে ব্যাপক বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। সিজিটিএন'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।

কর্তৃপক্ষ জানায়, কম্পাসুর কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস। একইসঙ্গে নিচু এলাকায় বসবাসরত নাগরিকদের নিরাপদে থাকতে বলা হয়েছে। এরইমধ্যে হংকংয়ে বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে।

সাগর থেকে জেলেদের নিরাপদে থাকতে বলা হয়েছে। একইসঙ্গে উপকূলীয় অঞ্চল থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার ফিলিপাইনে আঘাত হানে ঘূর্ণিঝড় কম্পাসু। এতে অন্তত ১১ জনের মৃত্যু হয়।

Link copied!