নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। কিন্তু কর্মজীবনে গিয়েও মেলেনি শান্তি। সহকর্মীদের কাছ থেকে নিত্যদিনই কটাক্ষের শিকার হতে হয় তাকে। কখনও চেহারা নিয়ে, কখনও আবার কথা বলা বা খাবার খাওয়ার ধরণ নিয়ে।
দিনে দিনে সহকর্মীদের হাসির পাত্র হয়ে উঠেছিলেন ২৭ বছর বয়সী ওই নারী। শেষমেশ আর সহ্য করতে না পেরে চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। অফিস থেকে বাড়ি ফিরেই আত্মহত্যা করলেন ব্যাংকে কর্মরত ওই নারী।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে। বুধবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, নিজের কর্মস্থলে ছয় মাস ধরে তীব্র কটাক্ষ, শরীর নিয়ে কটূক্তি এবং মানসিক নির্যাতন সহ্য করার পর উত্তরপ্রদেশের একটি ব্যাংকে কর্মরত ২৭ বছর বয়সী এক নারী তার বাড়িতে আত্মহত্যা করেছেন।
মৃত ওই নারী ব্যাংকারের নাম শিবানী ত্যাগী। তিনি ভারতের অ্যাক্সিস ব্যাংকের নয়ডা-ভিত্তিক শাখায় রিলেশনশিপ ম্যানেজার পদে কর্মরত ছিলেন। গত শুক্রবার গাজিয়াবাদের বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

