দুই দশক ধরে দায়িত্বে থাকা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সহ-প্রতিষ্ঠাতা রিড হেস্টিংস সিইও হিসেবে পদত্যাগ করেছেন। বছরের শেষ ভাগে যুক্তরাষ্ট্রভিত্তিক প্ল্যাটফর্মটির গ্রাহক বাড়ার খবরের মধ্যে তার এই পদত্যাগের খবর এল।
শুক্রবার (২০ জানুয়ারি) রয়টার্স লিখেছে, হেস্টিং সিইও হিসেবে সরে দাঁড়ালেও নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
তার দীর্ঘদিনের অংশীদার আরেক সহ-প্রতিষ্ঠাতা টেড স্যান্ডোস সিইও এর দায়িত্বে আসবেন। আর চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পালন করবেন গ্রেগ পিটার্স।
এসব পরিবর্তন তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানায় রয়টার্স।
গ্রাহক কমে যাওয়া নিয়ে ২০২২ সালের বড় অংশ জুড়ে চাপে থাকা স্ট্রিমিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, বছরের শেষ তিন মাসে গ্রাহক বেড়েছে প্রায় ৭৭ লাখ। প্রত্যাশার চেয়ে এমন দর্শক টানার পেছনে ভূমিকা ছিল ‘হ্যারি অ্যান্ড মেগান’ ও ‘ওয়েনেসডে’ সিরিজের।
খরচ কমাতে যখন অনেকেই স্ট্রিমিং প্ল্যাটফর্মের গ্রাহক হওয়ার মত খরচ কমিয়ে ফেলছিলেন তখন নেটফ্লিক্সের গ্রাহক আবার ঊর্ধ্বমুখী হলো। ডিসেম্বর শেষে তাদের বৈশ্বিক গ্রাহক ২৩ কোটি ছাড়িয়েছে।
একুশে সংবাদ.কম/এ.ট.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

