AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫:১২ পিএম, ৪ নভেম্বর, ২০২৫

কোনো ডেটা খরচ ছাড়াই আয়কর ই-রিটার্ন দাখিলের সুযোগ দিচ্ছে রবি

রবি আজিয়াটা পিএলসি গ্রাহকদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন দাখিলের ওয়েবসাইট www.etaxnbr.gov.bd বিনা ডেটা খরচে ব্যবহারের সুযোগ চালু করেছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়াকে আরও সহজ ও সুবিধাজনক করতে রবির এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সুবিধার ফলে ই-রিটার্ন জমা দেওয়ার সময় রবি গ্রাহকদের আর মোবাইল ডেটা ফুরিয়ে যাওয়ার চিন্তা করতে হবে না। ফলে আরও নির্বিঘ্নে ও আত্মবিশ্বাসের সঙ্গে কর সংক্রান্ত দায়িত্ব পালন করতে পারবেন তারা।

দেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে রবি এই উদ্যোগ নিয়েছে। গ্রাহকদের ই-রিটার্ন দাখিলে উৎসাহিত করা এবং কর প্রদানের ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলা এর অন্যতম উদ্দেশ্য। বিশেষ এই সুবিধা ই-রিটার্ন দাখিলের নির্ধারিত সময়সীমা পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া, কর প্রদান ও ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া সম্পর্কে গ্রাহকদের সহায়তা করতে রবি তার বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষামূলক কনটেন্ট প্রকাশ করেছে।

রবি বিশ্বাস করে, এসব উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের জন্য ই-রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও কার্যকর হবে— যাতে তারা কোনো জটিলতা ছাড়াই তাদের কর সংক্রান্ত দায়িত্ব পালন করতে পারেন।

রবি আজিয়াটা পিএলসি (রবি) একটি পাবলিক লিমিটেড কোম্পানি, যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম প্রতিষ্ঠান মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া, রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি ভারতের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলের মালিকানা রয়েছে ২৮.১৮%।

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দিতে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে।

দেশজুড়ে বিস্তৃত এ অবকাঠামো শুধু ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহেই নয়, বরং ক্রমবর্ধমান ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতেও মুখ্য ভূমিকা রাখছে। শহর কিংবা গ্রাম— যেখানেই হোক, রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে চলেছে দেশবাসী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!