AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে এক্সক্লুসিভ সুবিধা


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫:৫১ পিএম, ৩০ অক্টোবর, ২০২৫

রবি এলিট গ্রাহকদের জন্য ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস ও যান্ত্রিকে এক্সক্লুসিভ সুবিধা

রবি এলিট প্রোগ্রাম-এর আওতায় চারটি নতুন কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি, যা তাদের গ্রাহকদের অত্যাধুনিক জীবনযাত্রার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ছুটি গ্রুপ, অ্যাম্বুফাস্ট, লাইফপ্লাস বাংলাদেশ ও যান্ত্রিক-এর সাথে সম্প্রতি গড়ে উঠা এই অংশীদারিত্বের আওতায় এখন থেকে আতিথেয়তা, স্বাস্থ্যসেবা ও পরিবহণ সংক্রান্ত সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা।  

চুক্তির আওতায় এখন থেকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় রিসোর্ট ও বিনোদন প্রতিষ্ঠান ছুটি গ্রুপ-এর প্রিমিয়াম সেবা উপভোগে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড় উপভোগ করা যাবে। সেরা মানের অবকাশ ও জীবনযাত্রা প্রদানে উভয় কোম্পানির প্রতিশ্রুতির প্রতিফলন এই অংশীদারিত্ব।

শীর্ষস্থানীয় জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল মোবিলিটি সেবাদাতা প্রতিষ্ঠান অ্যাম্বুফাস্ট-এর নির্ধারিত সেবায় সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড়সহ বিশেষ জরুরি সেবা গ্রহণ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা। প্রিমিয়াম গ্র্রাহকরা যেন যে কোনো জরুরি মুহূর্তে দ্রুত, নির্ভরযোগ্য ও পেশাদার সহায়তা পান এজন্য পদক্ষেপটি গ্রহণ করেছে রবি।

ডিজিটাল হেলথকেয়ার উদ্ভাবনের অগ্রদূত লাইফপ্লাস বাংলাদেশ-এর স্বাস্থ্য ও সুস্থতা সেবা গ্রহণে রয়েছে সর্বোচ্চ ৪০% পর্যন্ত ছাড়। রবির প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা এবং সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও বেগবান করবে এই উদ্যোগ, যাতে সহজে ব্যক্তিগত স্বাস্থ্য পরামর্শ ও ওয়েলনেস ম্যানেজমেন্ট সেবা পান গ্রাহকরা।

বাংলাদেশের শীর্ষ ডিজিটাল অটোমোটিভ প্ল্যাটফর্ম যান্ত্রিক-এর কাছ থেকে যানবাহন সার্ভিসিং ও মেইনটেনেন্সে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন রবি এলিট গ্রাহকরা। তাদের প্রতিটি যাত্রাকে আরও নিরাপদ, সুবিধাজনক ও প্রিমিয়াম করে তুলবে এই ডিজিটাল মবিলিটি সল্যুশন, ডায়াগনস্টিকস ও সার্ভিস অ্যাপয়েন্টমেন্ট সুবিধা।

গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের পাশাপাশি প্রযুক্তি, আস্থা এবং প্রত্যেক গ্রাহকের প্রয়োজন ও চাহিদার সমন্বয়ে একটি অত্যাধুনিক জীবনযাত্রার আবহ গঠনে রবির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এই চারটি অংশীদারিত্ব।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - তথ্য-প্রযুক্তি

Link copied!