AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৭:২১ পিএম, ৫ নভেম্বর, ২০২৫

এয়ারটেল গেমিং অ্যারেনা’-তে চ্যাম্পিয়ন এ ওয়ান আরজি ইস্পোর্টস

দেশের গেমারদের অংশগ্রহণে সফলভাবে শেষ হলো রবি আজিয়াটা পিএলসি’র ব্র্যান্ড এয়ারটেল বাংলাদেশ আয়োজিত ‘এয়ারটেল গেমিং অ্যারেনা’। এটি ছিল দেশের সবচেয়ে বড় পাবজি মোবাইল টুর্নামেন্ট। আজ (৫ নভেম্বর) রাজধানীর রবি কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টটির সমাপনী অনুষ্ঠান।

চ্যাম্পিয়নশিপের মুকুট অর্জন করে এ ওয়ান আরজি ইস্পোর্টস, প্রথম রানার-আপ হয় জেনেসিস জিভিট, এবং দ্বিতীয় রানার-আপ হয় নরমিস ইস্পোর্টস।

সমাপনী অনুষ্ঠানে শীর্ষ ১০টি দলকে তাদের নিষ্ঠা, দলীয় মনোভাব ও অর্জনকে স্বীকৃতি দিতে সম্মাননা দেওয়া হয়। শুধু ট্রফিই নয়, এই আয়োজনের মূল তাৎপর্য ছিল আরও গভীর। এটি বাংলাদেশের ই-স্পোর্টস অভিযাত্রার ধারাবাহিক অগ্রগতির স্মারক, যেখানে এয়ারটেলের মতো অগ্রণী ব্র্যান্ডগুলো তরুণ প্রজন্মের ডিজিটাল স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পাশে রয়েছে।

সমাপনী অনুষ্ঠানে রবি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “এই আয়োজন তরুণ প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষমতায়নের ক্ষেত্রে এয়ারটেলের প্রতিশ্রুতির প্রতিফলন। এয়ারটেল গেমিং অ্যারেনা শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি একটি অভিযাত্রা। আমরা গর্বিত যে, আমরা তরুণ বাংলাদেশি গেমারদের স্বীকৃতি এবং এমন মঞ্চ দিতে পেরেছি যা তাদের অনুপ্রাণিত করবে।”

তরুণ গেমারদের যুক্ত করা, তাদের সাফল্য উদযাপন করা এবং তাদের আরও উজ্জীবিত করতে আয়োজিত এই টুর্নামেন্টটি দেশের ই-স্পোর্টস অঙ্গনে এক মাইলফলক হয়ে উঠেছে। হাজার হাজার উৎসাহী খেলোয়াড় ও সমর্থক একই প্ল্যাটফর্মে একত্রিত হয়েছেন।

মোট ৫১২টি নিবন্ধিত দল এবং সারা দেশের ২ হাজার ৫শ’র বেশি গেমারের অংশগ্রহণে শুরু হয় এই প্রতিযোগিতা। ছয়টি উত্তেজনাপূর্ণ রাউন্ডে তীব্র লড়াই করেন তারা। প্রতিটি ধাপে প্রতিযোগীদের কৌশল, দলগত মনোভাব ও গেমিং দক্ষতা প্রকাশ পায়।

গ্র্যান্ড ফাইনালের ইউটিউব লাইভ স্ট্রিমে পাবজি মোবাইল বিভাগে বৈশ্বিকভাবে শীর্ষ স্থান অর্জন করে। এটি ই-স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে একটি সফল আয়োজন হিসেবে বিবেচিত হয়।


রবি আজিয়াটা পিএলসি (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি, যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%।

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক, রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!