AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোলন ক্যানসারের লক্ষণ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৫১ পিএম, ২৯ এপ্রিল, ২০২২
কোলন ক্যানসারের লক্ষণ

প্রাথমিকভাবে কোলনের ভেতর অতিরিক্ত মাংসপিণ্ডের সৃষ্টি হয়। যে কোন বয়সী মানুষের হতে পারে কোলন ক্যানসার। তবে এই ক্যানসার মধ্য বয়সীদের মধ্যে বেশি দেখা দেয় ।

কোলনের ভেতরের মাংসপিণ্ডগুলো আস্তে অস্তে ক্যানসারে রূপান্তরিত হতে পারে। মলদ্বারে প্রদাহ, মলত্যাগের সময় তীব্র যন্ত্রণা কিংবা রক্তপাতের মতো সমস্যা কোলন ক্যানসারের অন্যতম লক্ষণ। এছাড়া কোলন ক্যানসারের আরও কিছু লক্ষণ আছে যে গুলো অবহেলা করলে হতে পারে বিপদ-

-দিনে মলত্যাগের আচমকা পরিবর্তমন কোলন ক্যানসারের অন্যতম লক্ষণ।

-হঠাৎ বমি বমি ভাব ও ওজন কমে যাওয়াও কোলন ক্যানসারের লক্ষণ হতে পারে।

-কোলন ক্যানসারের রোগীদের মলত্যাগের সময় ব্যথা ও যন্ত্রণা অনুভূত হতে পারে।

-মলত্যাগের পরও মল রয়ে যাওয়ার অনুভূতি দেখা যায়। সরু ফিতার মতো মল নির্গত হওয়াও কোলন ক্যানসারের এক লক্ষণ।

-মলদ্বারে রক্তপাত কোলন ক্যানসারের অন্যতম প্রধান লক্ষণ। অর্শ্বের সমস্যাতেও মলদ্বারের রক্তপাত হয়। তবে এই রক্তপাতের মধ্যেও আছে তারতম্য।

অর্শ্ব রোগীদের ক্ষেত্রে যে রক্তপাত হয় তা সাধারণত লাল। অন্যদিকে কোলন ক্যানসারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই রক্ত কালচে রঙের হয়। কালচে রং দেহের অভ্যন্তর থেকে নির্গত রক্তের সূচক।

-হঠাৎ করেই পেটে ব্যথা হওয়ার কোলন ক্যানসারের আরেকটি সাধারণ লক্ষণ।

-কোলন ক্যানসারে যেহেতু অন্ত্র থেকে রক্তপাত হয় তাই, এটি শরীরে রক্ত স্বল্পতা তৈরি করে। ফলে শরীর হয়ে পড়ে ক্লান্ত।

এ ধরনের ছোটখাট কিছু পরিবর্তন দেখলে অবশ্যই  চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। অনেকে ভূল করে  এলক্ষণগুলোকে গুরুত্ব দেন না। তাই ক্যানসার সারা শরীরে ছড়িয়ে পড়লে আপনার হতে পারে ভয়ানক বিপদ।

একুশে সংবাদ/জ/রখ

Link copied!