রাজধানীর একটি আধুনিক প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘দাগি’ সিনেমার বিশেষ প্রদর্শনী, যেখানে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন দেশের অভিনয়শিল্পী, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক এবং সাংবাদিকরা, যারা এক মিনিট নীরবতা পালন করে মৌন প্রতিবাদে অংশ নেন।
এই দিনটি ছিল ‘গ্লোবাল স্ট্রাইক’-এর দিন, যা সারা বিশ্বে ফিলিস্তিনে ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে ডাকা হয়েছিল। বাংলাদেশের সাধারণ মানুষও এর প্রতি সমর্থন জানিয়েছিলেন। একই দিনে ‘দাগি’ সিনেমার প্রদর্শনী পূর্বপরিকল্পিতভাবে অনুষ্ঠিত হয়েছিল, তবে শিল্পী ও সাংবাদিক সমাজের একাংশ প্রতিবাদে অংশ নেন।
প্রদর্শনীর আয়োজনে উপস্থিত ছিলেন ‘দাগি’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, সিনেমার সহ-প্রযোজনা প্রতিষ্ঠান চরকির সিইও রেদওয়ান রনি, নির্মাতা শিহাব শাহীন, সাংবাদিক ও সাহিত্যিক সাজ্জাদ শরিফ, আনিসুল হক।
এছাড়াও, অভিনয়শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, আফরান নিশো, তমা মির্জা, সুমন আনোয়ার, সুষমা সরকার, রাশেদ মামুন অপু, সোহেল মন্ডল, সাদিয়া আয়মানসহ অনেকে। সংগীতশিল্পী সাজিদ সরকার, মাশা ইসলামও এই প্রতিবাদে অংশ নেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

