AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৫ জুলাই, ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উর্ফীও ছাড়লেন না উদিতকে!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:২৭ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

উর্ফীও ছাড়লেন না উদিতকে!

বিতর্ক লগ্নে বুঝি জন্ম তাঁর। তিনি নাকি বলিউডের ‘কনট্রোভার্সি কুইন’। সেই উর্ফী জাভেদও ছাড়লেন না উদিত নারায়ণকে! এই মুহূর্তে গায়ক তাঁর চুমুকাণ্ড নিয়ে ফেঁসেছেন। মায়ানগরী তো বটেই, গোটা দেশে নতুন করে ভাইরাল উদিতের তরুণী অনুরাগীকে চুমু খাওয়ার পুরনো ঝলক, যা দেখে নতুন করে চর্চা শুরু হয়েছে। খ্যাতনামীরা শিল্পীর পক্ষে-বিপক্ষে দ্বিধাবিভক্ত। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন উর্ফী জাভেদও। তিনি বয়স নিয়ে কটাক্ষ করেছেন শিল্পীকে। বলেছেন, “৬৯ বয়সের পুরুষদের এটাই হয়!” 

খোলামেলা পোশাকে উন্মুক্ত শরীর দেখানোর কারণে নিত্য চর্চায় থাকেন উর্ফী। স্পষ্টবক্তা হিসেবেও দুর্নাম তাঁর। সম্প্রতি নিজের ধর্ম এবং বিয়ে নিয়ে কথা বলে নতুন করে শিরোনামে। রক্ষণশীল পরিবারের মেয়ে হয়েও শরীর প্রদর্শন নিয়ে বিন্দুমাত্র ছুতমার্গ নেই। এ হেন উর্ফী উদিতকে নিয়ে চাঁছাছোলা কথা বলবেন, সেটাই স্বাভাবিক। তিনি ৬৯ বছর বয়সের গায়কের চরিত্র নিয়ে কটাক্ষ করেই ক্ষান্ত নন। ঠাট্টার ছলে উদিতের বিখ্যাত গান ‘পাপা কহতে হ্যায় বড়া নাম করেগা’-কে ধার করেছেন। গানের কথার সামান্য বদল ঘটিয়ে বলেছেন, “পাপা হি বড়া নাম করেঙ্গে!” অর্থাৎ, ছেলে আদিত্য নারায়ণের থেকে বাবা উদিতই বেশি নাম করবেন!

গায়ক বলেছেন, “এই ঘটনা কিন্তু কয়েক মাস আগের। কেন নতুন করে ভাইরাল করা হল, বুঝতে পারছি না। সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতেই বিষয়টি ঘটিয়েছেন।” একটু থেমে হাসতে হাসতে যোগ করেছেন, “এতে শাপে বর হয়েছে। উল্টে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।”


একুশে সংবাদ/ এস কে


 

Link copied!