AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হানিমুনে নীল সাগরের পাড়ে তাহসান-রোজা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৪৮ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫

হানিমুনে নীল সাগরের পাড়ে তাহসান-রোজা

বছরের শুরুতেই মেক আপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান। হানিমুনের উদ্দেশে এখন এই নতুন দম্পতি আছেন মালদ্বীপে। মালদ্বীপে চমৎকার সময় কাটাচ্ছেন তারা, তা স্পষ্ট।

ক্যামেরা সামলাবেন নাকি রোজার হাত ধরবেন তাহসান? ছবি: রোজা/ফেসবুক
তাহসান কোনো ছবি শেয়ার না করলেও তার স্ত্রী রোজা আহমেদ ভাগ করে নিয়েছেন কয়েকটি ছবি ও একটি ভিডিও। এ সময় তাহসান-রোজা দম্পতির চোখে-মুখে দেখা যায় রোম্যান্টিক আবহ; উচ্ছ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সময় কাটাতে ব্যস্ত তারা।

লাল পোশাকে মোহনীয় ছিলেন রোজা। ছবি: রোজা/ফেসবুক
ছবিতে দেখা যায়, মালদ্বীপের নীল সাগরের পানিতে সাদা বালি মেখে রোজা! সাগর পারে লাল রঙের গাউনে ধরা দিলেন তাহাসনের স্ত্রী। নীল সাগর পারে ঠিক যেন লালপরী রোজা। বালিতে তাদের পায়ের ছাপও স্পষ্ট। লাল গাউনে সাগরপাড় থেকে তাহসানের দিকে হাত বাড়িয়ে তাকিয়েছেন রোজা; সঙ্গে সঙ্গেই স্ত্রীকে ক্যামেরাবন্দি করলেন গায়ক।

এই কটেজে উঠেছেন নবদম্পতি। ছবি: রোজা/ফেসবুক
এদিন স্ত্রী রোজাকে বাহুডোরে আগলে নেন তাহসান। সেই পোস্টের ক্যাপশনে রোজা লেখেন, ‘জীবনের শিল্পে আমাদের সুতো চিরকাল জড়িয়ে আছে, এই ভালোবাসা যেমন শক্তিশালী, তেমন ঐশ্বরিক।’ তাহসান-রোজার এই রোমান্টিক মুহূর্ত নিমিষেই নজর কাড়ে নেটিজেনদের; রীতিমতো মুগ্ধতা ছড়ান তাদের অনুরাগীরা।


একুশে সংবাদ//এন.টি//র.ন

Shwapno
Link copied!