সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল প্রতীক্ষিত সিনেমা `দরদ` আসছে স্টার সিনেপ্লেক্সসহ বিশ্বব্যাপী ১৫ নভেম্বর। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। শাকিব খানের ছবি মুক্তি মানেই দেশের দর্শকদের কাছে উৎসব, শাকিবের সিনেমা মানেই নতুন চমক।
সাইকো-থ্রিলার ঘরানার সিনেমা এটি। টিজার মুক্তির পর থেকেই ছবিটি দেখার জন্য তর সইছে না ভক্তদের। এই উন্মাদনা আরও বেশি বাড়িয়ে দিয়েছে ছবির ট্রেলার।
ট্রেলারে প্রকাশিত নতুন লুক, অভিনয় ও অ্যাকশনে চমকে দিয়েছেন সুপারস্টার শাকিব খান। দুলু মিয়া চরিত্রে ভোলাভালা এবং হিংস্র দুটো চরিত্রেই দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন শাকিব। প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করছেন ঢাকাই ছবির এই সুপারস্টার। আর এজন্যই ছবিটিকে ঘিরে দর্শকদের কৌতুহলের মাত্রাটা একটু বেশি। বিশ্লেষকদের ধারনা, বক্স অফিস মাত করার পাশাপাশি এ বছরের অন্যতম সফল ছবির তালিকায় ঠাই পেতে যাচ্ছে ‘দরদ’।
এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। দীর্ঘ প্রতীক্ষিত এই ছবিটির পরিচালক অনন্য মামুন। অনেক ভালোবাসা, পরিশ্রম ও যত্ন নিয়ে বড় পরিসরে বড় আয়োজনে এটি নির্মাণ করেছেন। ‘দরদ’ পরিবারের জন্য অনেক শুভকামনা রইলো। এগিয়ে যাক বাংলা সিনেমা, বিশ্বব্যাপী ছড়িয়ে যাক বাংলা সিনেমা।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

