AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তিন শহীদকে শ্রদ্ধা



নেত্রকোনায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তিন শহীদকে শ্রদ্ধা

২০২৪ সালের জুলাই-আগস্ট—বাংলাদেশের ইতিহাসে এক বেদনার সময়। সে সময় বৈষম্যবিরোধী আন্দোলনে নেত্রকোনার কেন্দুয়ার তিনজন ঢাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান। এক বছর পর মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

কেন্দুয়ার শহীদরা হলেন—মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের মৃত আসন আলীর ছেলে শহীদ আলী হোসেন, মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে শহীদ তফাজ্জল হোসেন এবং দলপা ইউনিয়নের ভুইয়াপাড়া গ্রামের শহীদ আব্দুল জিন্নাতুল ইসলাম খোকন। তাঁদের তিনজনকেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

৫ আগস্ট (মঙ্গলবার) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের সময় শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন, সার্কেল এএসপি গোলাম মোস্তফা, থানার ওসি মিজানুর রহমান, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও শহীদ পরিবারের সদস্যরা।

ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, “বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো এই শহীদরা শুধু কেন্দুয়ায় নয়, গোটা জাতির অহংকার। তাঁদের রক্তে রঞ্জিত হয়েছে এই মাটি। আজ তাঁদের স্মরণে আমরা মাথা নিচু করি শ্রদ্ধায়।”

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পরিবার-পরিজন, সাংবাদিক এবং সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সমাধিস্থলে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতোমধ্যে শহীদদের নাম জাতীয় পর্যায়ের বিভিন্ন প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত হয়েছে। স্থানীয়ভাবে তাঁদের নামে স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং বার্ষিক স্মরণোৎসব আয়োজনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

 

একুশে সংবাদ/নে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!