অভিনেত্রীকে শুটিং সেটে যৌন হেনস্তা করার অপরাধে পরিচালকদের সংগঠন বরখাস্ত করেছে অরিন্দম শীলকে। মহিলা কমিশনের কাছে চিঠি লিখে ক্ষমা চেয়েও রেহাই পেলেন না টালিউডের প্রথম সারির এই পরিচালক। আরজি কর কাণ্ডের মাঝে এই ঘটনায় সরগরম টালিপাড়া।

মৌচাকে ঢিল পড়তেই একে একে নায়িকাদের সঙ্গে ঘটা হেনস্থার ঘটনা সামনে আসছে। অরিন্দম শীল বরখাস্ত হতেই কথা বলেছেন দেবলীনা দত্ত। অভিনেত্রী বলেন, ‘সময় সব বলে দেয়। সময়কে কখনওই চুপ করিয়ে রাখা যায় না।’যৌন হেনস্তার মুখে অতীতে পড়তে হয়েছে দেবলীনাকেও। তিনি সেই তিক্ত স্মৃতি ফিরে দেখলেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে অভিনেত্রী বলেন, একবার বাংলা ইন্ডাস্ট্রির একদল মানুষের সঙ্গে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। সেখানেই এক বড় তারকার হাতে হেনস্থা হতে হয়েছিল তাকে। সেই সুপারস্টার শুধু টালিউড নয়, হিন্দিতেও পরিচিত নাম।

নিউ ইয়র্কের হোটেলে সেই তারকার ঘরে সকলে আড্ডা দিচ্ছিলেন। সফরসঙ্গী অভিনেত্রীর মা-ও সেই দলে ছিলেন। ভুল করে মা নিজের গায়ের শালটা তারকার ঘরেই ফেলে আসেন। নৈশভোজের আসরে তারকা দেবলীনার রুম নম্বরটা জেনে নিয়েছিলেন। রাত ১২টার পর ওই তারকা ফোন করে দেবলীনাকে মায়ের শালটি ফেরত নিয়ে যেতে বলেন।


অভিনেত্রীর কথায়, ‘আমি তখন অনেকটাই ছোট। এই ডেকে পাঠানোর ইঙ্গিত না বুঝেই ওনার ঘরে যাই। তিনি বলেন, সোফায় রাখা রয়েছে শাল। আমি শালটা আনতে গেলেই তিনি ঘরের দরজা বন্ধ করে দেন এবং মদ্যপ অবস্থায় আমার সঙ্গে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। আমি দৌড়ে এসে ঘরের দরজা খোলার চেষ্টা করতে থাকি।’


দেবলীনার সম্মতি নেই দেখে ওই তারকা জোর করেননি। তাকে চলে যেতে দেন ঘর থেকে। এই ঘটনার কথা জানালেও সেই তারকার নাম প্রকাশ্যে আনতে না-রাজ দেবলীনা। কারণ হিসাবে বললেন, এই ঘটনার পর বহুবার সেই তারকার সঙ্গে তাঁর দেখা হয়েছে। প্রত্যেকবারই সম্মান দিয়েই দেবলীনার সঙ্গে কথা বলেছেন তিনি। বড়মাপের তারকারা এই ধরণের রিজেকশন সহ্য করেন না। কিন্তু পরবর্তীতে তিনি কোনও খারাপ আচরণ করেননি। তাই এই অতীত স্মৃতি ভুলেই জীবনে এগোতে চান দেবলীনা।
একুশে সংবাদ/এসএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

