AB Bank
ঢাকা রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশের সিনেমা হলেও দেখা যাবে ‘পুষ্পা ২’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:০৩ পিএম, ২২ মে, ২০২৪
বাংলাদেশের সিনেমা হলেও দেখা যাবে ‘পুষ্পা ২’

এবার  ‘পুষ্প ২: দ্য রুল’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের হলেও। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ভারতীয় সিনেমাটি আনছে দেশে। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন জানিয়েছেন, এরইমধ্যে ‘পুষ্পা ২-দ্য রুল’র ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনা সেরে রেখেছেন তিনি। তবে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেলে হিন্দিতেই সিনেমাটি দেখতে হবে। কারণ বিদেশি সিনেমা আমদানি নীতিমালা অনুযায়ী, কোনো সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।

বলিউডকে ছাপিয়ে গিয়েছিল আল্লু অর্জুন অভিনীত তেলেগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটি বাংলাদেশে বেশ সাড়া ফেলেছিল।
নেটমাধ্যমে সিনেমাটি উপভোগ করেছিলেন বাংলাদেশি সিনেপ্রেমীরা। ভারতীয়দের মতো বাংলাদেশিরাও অপেক্ষায় আছেন তেলেগু সিনেমাটির সিকুয়েল ‘পুষ্প ২: দ্য রুল’র।  
বছরে ১০টি ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দিয়েছিল তথ্য ও বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশে ২০২৩ সাল থেকেই মুক্তি পাচ্ছে ভারতীয় সিনেমা।  
এর আগে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পায় দেশের প্রেক্ষাগৃহে। এরপর দেশের হলে একে একে মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’, ‘ডানকি’ ও ‘ক্রু’।

অনন্য মামুন বললেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই পুষ্পা-২ ভারতে বাংলায় মুক্তি পেলেও এখানে আমরা হিন্দি ভার্সনই মুক্তি দেব। এখন প্যান ইন্ডিয়ান অনেক ছবিই বাংলায় ডাবিং হচ্ছে। কিন্তু আমরা কখনোই হিন্দি ছাড়া বাংলা ডাবিংয়ে মুক্তি দেবে না।’

একুশে সংবাদ/ বা.নি./ এসএডি 

Link copied!