প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের মর্যাদাপূর্ণ পদক ‘পদ্মশ্রী’ পাওয়া উপমহাদেশে রবীন্দ্রসংগীতের বরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
মঙ্গলবার (৭ মে) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বন্যা।
পদ্মশ্রী পদক পাওয়ায় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মর্যাদাপূর্ণ এ পদক বাংলাদেশের জন্য গর্বের।
সম্প্রতি রেজওয়ানা চৌধুরী বন্যাকে পদ্মশ্রী পদকে ভূষিত করে ভারত সরকার।
গত ২২ এপ্রিল সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি ভবনে পুরস্কারটি রেজওয়ানা চৌধুরী বন্যার হাতে তুলে দেন দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

