কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বছরের শুরুতেই দিলেন দুঃসংবাদ। তার জীবনে ঘটে গেল ভীষণ যন্ত্রণাময় একটি মুহূর্ত। তার ছোট্ট পোষ্যটি তাকে ছেড়ে চলে গেছে। যাকে ঘিরে অনেকটা সময় কাটত অভিনেত্রীর। আর তাই তাকে হারিয়ে মন ভারাক্রান্ত বলা চলে সায়ন্তিকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি আর ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ফিনি- তুমি একজন দেবদূত। তুমি আমাদের কাউকে কখনও কষ্ট দাওনি। এমনকী যেদিন তুমি চলে গেছ। তিনি আরও লেখেন, তুমি সর্বদা আমাদের হৃদয়ে থাকবে।

বিশেষ করে মা এবং বাবার। যদিও তারা তুমি চলে যাওয়ার পর যে শূন্যতা তৈরি হয়েছে, তা মোকাবিলা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত যে তারা শিগগিরই নিজেদের মনকে একটু স্থির করতে পারবে। কারণ, এটা তো সত্যি যে ‘শো মাস্ট গো অন…। বছরের শেষদিনে আমি তোমাকে বলতে চাই যে তুমি ছদ্মবেশে আমাদের জীবনের একটি আশীর্বাদ ছিলে। বাবা, মা, সিরাজ, টিকি, কালুয়া এবং আমি... আমরা সবাই তোমাকে মিস করছি।
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

