মায়ানগরীতে দৌরাত্ম্য বাড়ছে ফটোশিকারিদের। তাদের উপদ্রবে তারকাদের নাভিশ্বাস ওঠার পরিস্থিতি। একটা মুহূর্ত যেন রেহাই নেই। জিম, রেস্তরাঁ কিংবা বিমানবন্দর সর্বত্রই ছবিশিকারিরা। অনেক সময় তারকাদের ব্যক্তিগত পরিসরেও কখনও কখনও ঢুকে পড়েন তারা। সব সময় যে তারকারা পোজ দেওয়ার মতো মুডে থাকেন তেমনও নয়।
এবার বিমানবন্দরে সাইফ আলি খানের এমন একটি মুহূর্ত ধরা পড়ল ছবিশিকারিদের ক্যামেরায়। যেখানেই নিজের বাড়ির পরিচারকের সঙ্গে বচসায় জড়িয়েছেন নায়ক। পরিস্থিতি সামাল দিতে এলেন কারিনা কাপূর খান!
শীতের ছুটি পড়ে গিয়েছে। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে স্ত্রীর ছুটি কাটাতে যাচ্ছেন সাইফ। বিমানবন্দরে ঢোকার সময় হাসিমুখেই ছবি তোলেন। কিন্তু ভিতরে ঢোকামাত্রই মাথা গরম অভিনেতার। এমনিতেই বড় বড় তারকা যেখানেই যান না কেন, সঙ্গে যান তাদের সহকারীরা। এবার বড়দিনের ছুটি কাটতে মুম্বই ছেড়ে রাজস্থান গিয়েছেন পতৌদি পরিবার। কিন্তু ছুটির মেজাজে আচমকাই যেন তাল কাটল। হঠাৎ সহকারীর সঙ্গে বচসায় জড়ান সইফ। কিন্তু হঠাৎ কেন এতটা রেগে গেলেন নায়ক, তা স্পষ্ট নয়। ওই ব্যক্তির কাঁধে হাত রেখে বকাবকি শুরু করেন অভিনেতা। স্বামীর মেজাজ গরম দেখে মাঝখানে ঢুকে পরিস্থিতি সামাল দেন স্ত্রী করিনা।
তবে এই প্রথম নয়, আগেও একবার নিজের গাড়ি চালকের সঙ্গে রূঢ় ব্যবহার করেন সইফ। শুধু রাগারাগি নন, তাকে থাপ্পড়ও মেরেছিলেন অভিনেতা। অভিনেতার এই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাকে বদমেজাজি আখ্যা দিয়েছেন নেটাগরিকরা।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

