ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শবনম বুবলী ক্যারিয়ারের প্রথম সিনেমায় নায়ক হিসেবে পেয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। পরবর্তীতে সেই নায়কের সঙ্গেই সম্পর্কে জড়ান এবং সন্তান শেহজাদ খান বীরের জন্মের পর উঠে আসে আলোচনা-সমালোচনায়। এরপর বিভিন্ন সময় স্বামী শাকিব খান এবং নায়কের প্রথম স্ত্রী অপু বিশ্বাস ইস্যুতে শিরোনামে নাম উঠেছে বুবলীর।
‘বসগিরি’ সিনেমার এ নায়িকা পর্দায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়ালেও ব্যক্তিজীবনের জন্য বারবার সমালোচনার মুখে পড়েছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় কটাক্ষেরও শিকার হতে হয় তাকে।
সম্প্রতি মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা মুন্নীর একটি ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশটট ছড়িয়ে পড়ে সোশ্যালে। সেখানে গীতিকার ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের বিষয় উঠে আসে। এর ক’দিন পরই ফারজানা মুন্নীর একটি ফোন কলের রেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানেও বুবলীর দিকে নানা অভিযোগ উঠে আসে।
বুবলীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস এবং ফোন কলের ব্যাপারে নায়িকা অবশ্য জানিয়েছেন, অডিওটি এক তরফা এডিট করা। তাকে নিয়ে যদি কারও কোনো সমস্যা থাকে তাহলে সেটি অফিশিয়ালি বলুক। প্রমাণসহ কথা বলুক। আর তখন সাংবাদিক সম্মেলন করে সব প্রমাণসহ অফিশিয়ালি কথা বলবেন এবং আইনি ব্যবস্থা নেবেন বুবলী।
এসব বলার পরও সমালোচনা থামেনি বুবলীকে নিয়ে। সোশ্যালে নানা চর্চা হচ্ছে তাকে নিয়ে। তবে এসব সমালোচনা এবং চর্চা একদমই আমলে নিচ্ছেন না চিত্রনায়িকা। বরং নিজের মতো করে সমালোচনা ও কটাক্ষের জবাব দিয়েছেন তিনি। সেটাও আবার কোনো কথা না বলে। এ জন্য হাতিয়ার হিসেবে নিয়েছেন একটি রিলস ভিডিও।
গত ১৩ নভেম্বর ফেসবুক ভেরিফায়েড পেজে রিলসটি পোস্ট করেন বুবলী। যেখানে ওয়াইন কালার লেহেঙ্গায় ফুরফুরে মেজাজে নাচের ভঙ্গিমায় দেখা গেছে তাকে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকা গানেই রয়েছে সব সমালোচনার জবাব। ব্যাকগ্রাউন্ডে মিউজিক হিসেবে ব্যবহার করেছেন ‘তোদের জ্বলবে, আমার তাতেই চলবে’ শিরোনামের একটি ভাইরাল গান।
গানটির কথা এমন ‘হ্যাঁ, আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে/ পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে/ যাদের ভাবি বড্ড কাছের, আমার আপনজন/ তারাই আবার করছে কাঠি, সামনে প্রিয়জন/ যতই করিস হিংসা তোরা, আমি বড়োই বেপরোয়া/ ভয়ডর নেই, যে যা বলুক, বলবে/ তোদের জ্বলবে, আমার তাতেই চলবে। ’
এদিকে বুবলীর এই ইঙ্গিতে এটা স্পষ্ট যে, তাকে নিয়ে যতোই সমালোচনা হোক না কেন, সেসব আমলে নেয়ার সময় নেই। বরং সব বাধা-বিপত্তি কাটিয়ে নিজের মতো করে এগিয়ে যেতে চান সামনের দিকে।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

