AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্বশুরবাড়িতে অশান্তি, পাশে নেই অভিষেকও!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:০৪ পিএম, ২ নভেম্বর, ২০২৩

শ্বশুরবাড়িতে অশান্তি, পাশে নেই অভিষেকও!

সাবেক বিশ্বসুন্দরী। বলিউড তারকা। বচ্চন পরিবারের পুত্রবধূ। ১ নভেম্বর ৫০-এ পা দিলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। আর পাঁচটা জন্মদিনের থেকে আলাদা এই জন্মদিন। ৫০-এ পা দিলেন বলিউডের ‘পারো’। তবে সেই জন্মদিনের উদ্‌যাপন খুবই ফিকে। এমনকি, জন্মদিনে ঐশ্বরিয়ার পাশে রইলেন না স্বামী অভিষেক বচ্চনও!

সোশাল মিডিয়ার পাতায় নজর রেখে ঐশ্বরিয়ার জন্মদিনে অভিষেকের শুভেচ্ছাবার্তা খুঁজছিলেন ভক্তরা। তবে হতাশ হতে হল তাদের। সোশাল মিডিয়ার পাতায় স্ত্রীর একটি ছবি পোস্ট করেছিলেন বটে জুনিয়র বচ্চন। তবে, সেই ছবির বিবরণী একেবারে সাদামাটা। স্রেফ ‘শুভ জন্মদিন’ বলেই দায় সেরেছেন অভিষেক।

স্ত্রীর জন্মদিনে তার পাশেও দেখা যায়নি তাকে। মেয়ে আরাধ্যা ও মা বৃন্দা রাইয়ের সঙ্গেই জন্মদিন পালন করলেন ঐশ্বরিয়া। স্বামী পাশে না থাকলেও মেয়ে যে মায়ের হাত ছাড়েনি, তা বোঝা গেল আরাধ্যার কথাতেই। তবে স্ত্রীর জন্মদিনে কেন তার সঙ্গে নেই অভিষেক? তবে কি সত্যিই সংসার ভাঙছে অভিষেক-ঐশ্বরিয়ার?

বছর কয়েকের প্রেমের পর ২০০৭ সালে অমিতাভ বচ্চনের পুত্র অভিষেককে বিয়ে করেন ঐশ্বরিয়া। ১৫ বছরের বেশি সময় ধরে বচ্চন পরিবারের বৌমা তিনি। ২০১১ সালে জন্ম দেন মেয়ে আরাধ্যা বচ্চনের। বলিউডের অন্যতম নামজাদা পরিবারের সদস্য স্বাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী।

গত প্রায় দু’দশকের পথচলায় একাধিকবার বিভিন্ন ধরনের গুঞ্জন তৈরি হয়েছে বচ্চন পরিবারকে ঘিরে। শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি একেবারেই বনিবনা হয় না ঐশ্বরিয়ার, বার বার এমন কানাঘুষা শোনা গেছে। যদিও জনসমক্ষে কখনও সেই জল্পনার প্রমাণ মেলেনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও শাশুড়ির পাশেই দেখা গিয়েছে বৌমাকে।

তবে গত কয়েক সপ্তাহ ধরে কানাঘুষা, বচ্চন পরিবারের ভেতরে নাকি চরমে পৌঁছেছে অসন্তোষ। শাশুড়ি-বৌমার সম্পর্ক নাকি দিন দিন আরও তিক্ত হচ্ছে। এমনকি, বিগ বি-র জন্মদিনে ননদ শ্বেতা বচ্চন নন্দা ও তার মেয়ে নব্যা নন্দাকে ছবি থেকে কেটে বাদই দিয়ে দিয়েছিলেন ঐশ্বরিয়া। পরিবারের ভেতরে এই তিক্ততার ছাপই কি এবার পড়ছে ঐশ্বরিয়ার সংসারে? জল্পনা ভক্তদের। সূত্র : আনন্দবাজার

একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!