AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোহিত শেঠির ‘সিঙ্গাম এগেইন’ এ দীপিকা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৫৪ পিএম, ১৫ অক্টোবর, ২০২৩

রোহিত শেঠির ‘সিঙ্গাম এগেইন’ এ দীপিকা

অজয় দেবগন, রণবীর সিংহ থেকে শুরু করে অক্ষয় কুমার; রোহিত শেঠির ‘পুলিশ ব্রহ্মাণ্ড’-তে একে একে পা রেখেছেন অনেকেই। কিন্তু এই প্রথম পরিচালক নিয়ে আসছেন একজন মহিলা পুলিশকে। ‘সিঙ্গাম এগেইন’ ছবিতে এই চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। রোববার নবরাত্রির প্রথম দিনেই ছবিতে দীপিকার ফার্স্ট লুক প্রকাশ করলেন নির্মাতা।

রোহিতের মহিলা পুলিশের পোশাকি নাম ‘লেডি সিঙ্গাম’। দীপিকার লুকে রয়েছে চমক। তার চরিত্রের নাম শক্তি শেট্টি। নির্মাতাদের তরফে যে ছবি প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, বিধ্বস্ত এক রাশ মানুষের স্তূপের উপর বসে রয়েছেন অভিনেত্রী। পরনে পুলিশের পোশাক। কপাল থেকে গড়িয়ে পড়ছে রক্ত। কিন্তু মুখে ক্রূর হাসি। সেই অবস্থাতেই অভিনেত্রীর পিস্তলের নল এক অপরাধীর মুখে ঢোকানো রয়েছে।

ছবিটি সামাজিক মাধ্যমের পাতায় পোস্ট করে দীপিকা লিখেছেন, শক্তি শেট্টিকে চিনে নিন। অন্যদিকে, রোহিত এই লুক পোস্ট করে লিখেছেন, নারী সীতারও রূপ, আবার দুর্গারও রূপ। আমাদের পুলিশ ব্রহ্মাণ্ডের সব থেকে নিষ্ঠুর এবং নৃশংস অফিসারের সঙ্গে আলাপ করুন। শক্তি শেঠির, আমার লেডি সিঙ্গাম।

গত বছর ‘সার্কাস’-এর প্রচার পর্বের সময় রোহিত প্রথম জানান যে, ‘সিঙ্গাম এগেইন’ ছবিতে তিনি মূল পুলিশ চরিত্রে একজন মহিলাকেই রাখবেন। শুধু তা-ই নয়, দীপিকা পাড়ুকোন যে সেই চরিত্রে অভিনয় করবেন, সে ইঙ্গিতও দিয়েছিলেন পরিচালক। তবে দীপিকার চরিত্র নিয়ে নির্মাতারা এখনই বিশদ জানাতে নারাজ।

বলিউডের অন্দরে খবর ছড়িয়ে পড়েছে, এই ছবিতে সম্ভবত অজয়ের বোনের চরিত্রে অভিনয় করবেন দীপিকা। সম্প্রতি এই ছবির শুটিং শুরু হয়েছে। ছবিটি ২০২৪-এর স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেতে পারে।


একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!