AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলবেন না রাজ রিপা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৪৯ পিএম, ৪ অক্টোবর, ২০২৩

সেলিব্রিটি ক্রিকেট লিগ খেলবেন না রাজ রিপা

অনেক ঘটনার মোড় ঘুরিয়ে দিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। কয়েকদিন ধরে বিনোদন জগতে তোলপাড় হলো এই ক্রিকেট টুর্নামেন্ট কেন্দ্র করে। ঘটেছিল অনাকাঙ্খিত ঘটনা। চিত্রনায়িকা রাজ রিপা অভিযোগ এনেছিলেন তাকে আঘাত করা হয়েছে। সেই ঘটনা কেন্দ্র করে তিনি সেলিব্রিটি ক্রিকেট লিগ বয়কট করলেন।

 

জানা যায়, সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) চলাকালীন সময়ে আঘাত পান চিত্রনায়িকা রাজ রিপা। প্রতিবাদও জানিয়েছিলেন তিনি। কিন্তু কোনও প্রতিকার না পাওয়ায় সিসিএল বয়কট করেছেন তিনি। টুর্নামেন্ট আবার শুরু হলেও তিনি আর অংশ নেবেন না।

 

রাজ রিপা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে তেমনই ইঙ্গিত দিয়েছেন। শেয়ার করা ভিডিওর ক্যাপশনে রিপা লিখেছেন, ‘জনগণের দেখা উচিত, মাথায় কালো ক্যাপ, হাতে ব্যাট নিয়ে মারতে আসা হিরোটি কে? যাকে ৫-৬ জন মিলে ঠেকাতে পারছিলো না।’

ফেসবুকে রিপা আরও লেখেন, ‘ব্যক্তি আমি রাজ রিপা। সিসিএল বয়কট করলাম। আর যাই হোক এ জীবনে সিসিএলে আমি আর খেলছি না। যেখানে সিন্ডিকেট আছে সেখানে আমি নাই। ব্যক্তিগতভাবে আমি নিজেই বয়কট করলাম।’

উল্লেখ্য, মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) ২০২৩। মোট আটটি দলে ভাগ হয়ে বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন ১৮ জন করে। এসব দলের নেতৃত্বে আছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী। গত  ২৯ সেপ্টেম্বর একটি অনাকাঙ্ক্ষিত খটনার কারনে সাময়ক স্থগিত হয়ে যায় সেলেব্রিটি ক্রিকেট লিগ।

 

 

একুশে সংবাদ/স.টি/না.স

Link copied!