AB Bank
ঢাকা বুধবার, ০৬ ডিসেম্বর, ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

প্রথমবারের অভিনয় দিয়েই বুসান চলচ্চিত্র উৎসবে ডাক পেলেন ফারুকী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৪৭ এএম, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
প্রথমবারের অভিনয় দিয়েই বুসান চলচ্চিত্র উৎসবে ডাক পেলেন ফারুকী

প্রায় ২৫ বছর ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমা, নাটক, ধারাবাহিকসহ অনেক নন্দিত কাজ দর্শককে উপহার দিয়েছেন তিনি।


দেশ-বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে তার পরিচালিত সিনেমা। এবার তিনি অভিনয় করছেন নিজ পরিচালিত সিনেমায়।
সম্প্রতি জানা যায়, নিজের নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে অভিনয় করেছেন ফারুকী।

 

এবার এই নির্মাতা তার ভক্তদের আরও একটি সুখবর দিলেন। জানালেন, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে প্রদর্শিত হচ্ছে ‘অটোবায়োগ্রাফি’। যার প্রথম দিন প্রদর্শনীর সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

 

নির্মাতার কথায়, আনন্দের খবর, বুসানে আমাদের সিনেমা ‘অটোবায়োগ্রাফি’র স্ক্রিনিং শিডিউল প্রকাশ করা হয়েছে। আগামী ৮ তারিখ বুসান সিনেমা সেন্টারের সিনেমাথেক এবং ৯ আর ১১ তারিখ লোটে সিনেমায় আমাদের তিনটা প্রদর্শনী। আজকে থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে প্রথম দিনেই আমাদের প্রথম প্রদর্শনীর টিকিট সোল্ড আউট।

 

ফারুকী আরও বলেন, গত কয় বছরের একটা যন্ত্রণা ছিল, আমি আমার দর্শকদের কাছে যেতে পারছি না। মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টের জন্য বানানো চরকি অরিজিনাল ফিল্ম ‘অটোবায়োগ্রাফি’ আর ‘মনোগামী’ আমার এই কষ্টটা দুর করবে দ্রুতই- এর চেয়ে আনন্দের কিছু নাই। কবে দেশের মানুষ এই দুইটা সিনেমা দেখতে পাবে, সেটা জানা যাবে জলদি!

 

এদিকে, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’তে ফারুকীর সহশিল্পী হিসেবে আছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
 

 

একুশে সংবাদ/বা.নি/না.স

Link copied!