AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভেবেছি আপনারা আমাকে বোনের মতো ভাববেন: প্রভা (ভিডিও)


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:১৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

ভেবেছি আপনারা আমাকে বোনের মতো ভাববেন: প্রভা (ভিডিও)

ছোট পর্দার এই লাস্যময়ী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। লম্বা সময় ধরে মিডিয়ায় নিয়মিত অভিনয় করে চলেছেন এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়ে নানান সময়ে হয়েছেন সমালোচিতও। ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন।

 

তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন।

 

প্রভাকে নিয়ে দেশের গণমাধ্যমে নানা সময় নানা সংবাদ প্রকাশ করা হয়। যেগুলো অনেকগুলোই মিথ্যা সংবাদ বলে জানিয়েছেন প্রভা। বুধবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন সাংবাদিকদের উদ্দেশে ৪ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ এ কথা জানান প্রভা। বিনোদন সাংবাদিকদের মিথ্যা সংবাদ প্রচারে তিনি অস্বস্তিতে আছেন বলেও জানান।

প্রভা বলেন, ‘আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া জাহান প্রভা। আমি আজকে কিছু কথা বলব এবং কথাগুলো আমার শুধুমাত্র সাংবাদিক ভাই-বোনদের জন্য। যারা বিনোদন সাংবাদিক হিসেবে আমার কাছে পরিচিত। আমি আসলে বিগত ১০ বছর ধরেই আপনাদের মিথ্যা কিছু নিউজ দ্বারা প্রভাবিত। একটা সময় যখন আমি দেখছিলাম যে এটা কোনো ভাবেই আর রিকোভার করতে পারছি না। তখন আসলে আপনাদের সঙ্গে আমার দূরত্বটা আরও বেড়ে যায়। এখন আপনারা যেটা করেন যে আমাকে ফোনে আপনারা পান না। ’

তিনি বলেন, ‘তখন আমার সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে কিছু আপলোড করি বা ক্যাপশেন দেই, সেটা নিয়েও নিউজ করেন। আর মিথ্যা নিউজ তো আছেই, মাশাল্লাহ। দেখেন ভাবতাম যে, আমি বিনোদন জগতে আছি, আপনারা আমাকে বোনের চোখে দেখছেন কারণ আপনারাও একই জগতে কাজ করেন। তাই আমরা একটা ফ্যামেলির মতো। কিন্তু আমি আসলে ভুল ভাবি, ভুল জানতাম। কারণ আপনাদের মাথায় এটা আসেনা যে আপনাদের একজন বোন এই সেক্টরে কাজ করছে তাকে কিভাবে আগলে রাখা যায়। এটা আসলে আপনারা চিন্তা করতে পারেন না। এখন এটা আসলে আমার সীমাবদ্ধতা নাকি আপনাদের সেটা আমি জানি না। কিন্তু মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এখন এই কারণে আমি মানসিকভাবে খুব আঘাতপ্রাপ্ত। ব্যক্তিগতভাবে আমি আর চাচ্ছি না যে আমাকে জানানো ছাড়া আপনারা আমার কোনো নিউজ করেন। ’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে ফোনে যদি কথা হয় এবং আমি যদি সম্মতি দেই এই ব্যাপারে তাহলে শুধুমাত্র নিউজটা পাবলিশ করতে পারবেন। এরপর আমার সঙ্গে কথা বলা ছাড়া আপনারা দয়া করে আমার কোনো নিউজ পাবলিশ করবেন না। সেটা অনলাইন হোক, প্রিন্ট মিডিয়া হোক কিংবা যেকোন মাধ্যমই হোক না কেন আপনাদের প্রতি এটা আমার অনুরোধ, নিউজটি প্রকাশ করবেন না। আমি আসলে জানি না, এটা কোন সাংবাদিকতার মধ্যে পড়ে যে একজন মিডিয়াকর্মির নিউজ তার সম্মতি ছাড়া প্রকাশ করেন। এটা আমি একদমই আর চাই না। আপনাদের প্রচারে আমি অস্বস্তিতে আছি। ’

প্রভা বলেন, ‘এছাড়া আমি সামাজিক যোগামাধ্যমগুলোতে আমার ভক্তদের দেই, আমি আসলে এতোটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই। আমি আসলে চাই না আপনারা কষ্ট করে আমার নিউজ গুলো আরও মানুষের কাছে পৌঁছে দিন। কারণ বেশির ভাগ সময় আপনাদের এই নিউজের কারণে, (বেশির ভাগ সময়ই মিথ্যা) তথ্য মানুষের কাছে পৌঁছে যায়। তাই আর কোনো নিউজ চাই না। অন্যথায় হয়তো আমাকে আইনগত ব্যবস্থা নিতে হবে। তাই আবারও বলছি, আমার কোনো নিউজের প্রয়োজন নেই। আমার যারা গুড উইশার আছেন তারা অন্তত মিথ্যা তথ্য জানুক। আমার কোনো কিছু জানানোর প্রয়োজন থাকলে আমার ভক্তদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানিয়ে দিবো। আপনারা আপনাদের মতো করে ভালো থাকুন, আর আমাকে আমার মতো করে ভালো থাকার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ’

 

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

 

একুশে সংবাদ.কম/ব.ন.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!