AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবির ড. সগিরুল ইসলামকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা‍‍`র সহকারী পরিচালক পদে নিয়োগ



পবিপ্রবির ড. সগিরুল ইসলামকে ছাত্র পরামর্শ ও নির্দেশনা‍‍`র সহকারী পরিচালক পদে নিয়োগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সগিরুল ইসলাম মজুমদারকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার সহকারী পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. মোঃ সগিরুল ইসলাম মজুমদার এ দায়িত্ব পালন করবেন এবং তিনি পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে সংশোধন বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে বলেও আদেশে উল্লেখ করা হয়।

দায়িত্বপ্রাপ্তির পর প্রতিক্রিয়ায় ড. মজুমদার বলেন, “আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ ও ধন্য পবিপ্রবির বর্তমান প্রশাসনের প্রতি। আমার একাডেমিক কৃতিত্ব, সততা ও দায়বদ্ধতাকে মূল্যায়ন করে যে গুরুদায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার কাঁধে অর্পণ করেছে, তা আমি সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে পালনে অঙ্গীকারবদ্ধ।”

এই দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “ড. সগিরুল ইসলাম একজন মানবিক, মেধাবী ও নেতৃত্বগুণসম্পন্ন শিক্ষক। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের নৈতিক উৎকর্ষ, মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যক্রমে তিনি নতুন গতি ও আন্তরিকতা আনবেন।”


একুশে সংবাদ/এ.জে

Link copied!