AB Bank
ঢাকা শুক্রবার, ০৯ জুন, ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

বুড়ো বয়সে মা হতে চলেছেন ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৩:২২ পিএম, ১২ নভেম্বর, ২০২২
বুড়ো বয়সে মা হতে চলেছেন ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা!

সিরিয়ালের জগতে কম্পিটিশন খুব বেশি। প্রতি সপ্তাহে টিআরপি রেটিং সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে। যে সিরিয়ালের রেটিং কম তাকে খারাপ স্লট দেওয়া হয়, এমনকি বন্ধও করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে।

তাই যেকোনো ভাবে নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য মরিয়া হয়ে থাকেন সিরিয়ালের পরিচালক।

 

গত সপ্তাহে টিআরপি রেটিং অনুযায়ী টপ টেনে যায়গা পায়নি লক্ষ্মীকাকীম সেইজন্যই কি নতুন মোড় আসছে সিরিয়ালে?

 

সিরিয়ালের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে লক্ষ্মীকাকীমা বমি করছেন, অপরাজিতা আঢ্য অভিনীত চরিত্রকে বলতে শোনা গেছে কদিন ধরেই নাকি এমন হচ্ছে। তার সঙ্গে নাকি মাথাও ঘুরছে।

 

এসব আসলে গ;র্ভ;ব;তী হওয়ার লক্ষন। তবে কি ল;ক্ষ্মী;কাকীমা অ;ন্তঃ;স;ত্ত্বা? নেটিজেনরা মনে করছেন হয়তো সিরিয়ালে শ্বাশুড়ি-বউমা একসঙ্গে বাচ্চার জন্ম দেবেন। কারণ লক্ষ্মী কাকীমার পুত্রবধূ ইতিমধ্যেই স;ন্তা;নস;ম্ভবা।

 

আগেকার দিনে এমন ঘটনা কিন্তু খুব দু;র্ল;ভ ছিল না। অল্প বয়েসেই বিয়ে হলে মা-মেয়ে বা শ্বাশুড়ি-বউমা একসঙ্গে গ;র্ভ;ব;তী হতেন। সমবয়সী মামা-ভাগ্নে বা কাকা-ভাইপো একেবারে দেখা যেত না এমন নয়।

 

বলিউডের “বধাই হো” সিনেমায় আয়ুষ্মান খুরানার মা নীনা গুপ্তা অনেক বেশি বয়সে গ;র্ভ;ব;তী হয়েছিলেন।

 

যদি লক্ষ্মীকাকীমা সিরিয়ালের গল্পে এরকম কিছু ঘটে সেটা বাংলা সিরিয়ালের পক্ষে সত্যিই একটু অন্যরকম হবে।

একুশে সংবাদ/ ক.প্র/ রখ