নাটোরের বড়াইগ্রামে সুদ ও চেক প্রতারণার অভিযোগে এক আইনজীবীর বিরুদ্ধে ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার বনপাড়া পৌরসভার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অভিযুক্ত আঃ রশিদ নামের আইনজীবীর বিরুদ্ধে সুদের ফাঁদ ও চেক প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁসিয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগে শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, নাটোর উকিলবারের সদস্য ও উপজেলার হারোয়া গ্রামের অ্যাডভোকেট আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে চড়া সুদের ফাঁদ এবং চেক সংক্রান্ত প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিভিন্ন এলাকার ভুক্তভোগী তাইজুল, আব্দুল মোতালেব, অপু, মোঃ সেলিম ও মোঃ মফিজ উদ্দিন। তারা আরও বলেন, অভিযুক্ত আইনজীবীর কর্মকাণ্ডের কারণে বহু নিরীহ মানুষ আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী আব্দুর রশিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট টগর মুঠোফোনে জানান, আঃ রশিদের বিষয়টি খতিয়ে দেখা হবে। ইতোমধ্যেই তাকে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শোকজ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

