ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জের শিক্ষকদের নিয়ে গঠিত সংগঠন টিচার্স এসোসিয়েশন অফ মধুপুর এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শামসুল হক, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এবং কোষাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় স্থানীয় মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সংগঠনের কার্যালয়ে বার্ষিক কাউন্সিল অধিবেশনে সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য এই নতুন কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের পূর্বে প্রথম অধিবেশনে মো. শামসুল হকের সভাপতিত্বে এবং মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, আমিরুল ইসলাম, অবঃ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল কাশেম লাভলু, সহকারী অধ্যাপক মো. আমিনুল হক বুলবুল, শাহাব উদ্দিন, প্রধান শিক্ষক রুহুল আমিন, সাজ্জাদুর রহমান ফরিদ, আব্দুল করিম আকন্দ, সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমান, সহকারী শিক্ষক মো. আবু সাঈদ খান, জসিম উদ্দিন ও এমএইচ মানিক প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

