AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাত দিনে ১০০ কোটির ক্লাবে ‘যুগ যুগ জিও’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৪৯ পিএম, ৩ জুলাই, ২০২২

সাত দিনে ১০০ কোটির ক্লাবে ‘যুগ যুগ জিও’

গল্পের শুরুতেই ভালো ব্যবসার আভাস দিয়েছিল বলিউড সিনেমা ‘যুগ যুগ জিও’। মুক্তির প্রথম সপ্তাহ পার হতেই সিনেমাটি প্রবেশ করল শত কোটির ক্লাবে! 

গত ২৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় কিয়ারা-বরুণ-অনিল-নীতুদের সিনেমাটি। ইতিমধ্যে মধ্যে এটি আন্তর্জাতিক বাজার থেকে আয় করে নিয়েছে ১০০ কোটি রুপিরও বেশি। বক্স অফিসে ‘যুগ যুগ জিও’র এমন সাফল্যে সিনেমাটির পুরো টিম উচ্ছ্বসিত।

দর্শকদের ধন্যবাদ জানিয়ে বরুণ ধাওয়ান সামাজিক মাধ্যমে লেখেন, অন্তর্জাতিক বাজারে ১০০ কোটি হয়ে গেছে। আপনাদের সবাইকে শুধু ধন্যবাদ দিলে কম হবে। সবার ভালোবাসা ও সাপোর্টের জন্য এই ‘পাগল পরিবার’ বক্স অফিস মাতাচ্ছে।  

বক্স অফিস অব ইন্ডিয়ার তথ্যমতে, মুক্তির প্রথমদিন ‘যুগ যুগ জিও’ ৯ কোটি ২৮ লাখ রুপি ব্যবসা করে। দ্বিতীয়দিন ১২ কোটি রুপি ও তৃতীয় দিন আয় বেড়ে ১৫ কোটি ৩০ লাখ রুপি ঘরে তোলে সিনেমাটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন পর্যন্ত এটি ভারত থেকে আয় করেছে প্রায় ৬২ কোটি রুপি।

তারকাবহুল সিনেমাটিতে বরুণ ধাওয়ান, কিয়ারা আদবানি, অনিল কাপুর, নীতু কাপুর, মণীশ পাল এবং প্রাজক্তা কোহলি অভিনয় করেছেন। মুক্তির পর এটি দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছে।

একুশে সংবাদ/এসএস
 

Link copied!