বলিউডের পর্দা পেরিয়ে এবার দক্ষিণী সিনেমায় পা রাখলেন জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তার প্রথম তেলুগু চলচ্চিত্র ‘জাটধারা’র শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নতুন এই অভিজ্ঞতাকে সোনাক্ষী জানিয়েছেন “ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং।”
ছবিটিতে তিনি অভিনয় করছেন ‘ধনপিশাচিনী’ নামের এক রহস্যময় চরিত্রে। সম্প্রতি ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, “আমার অভিনয়জীবনে এই চরিত্রটি একদম আলাদা। একজন অভিনেত্রী হিসেবে আমি সবসময় চাই ভিন্ন কিছু করতে। ‘জাটধারা’ সেই সুযোগ দিয়েছে।”

সোনাক্ষী আরও জানান, “এই চরিত্রে কাজ করতে গিয়ে নিজের ভেতরের নতুন এক শক্তি খুঁজে পেয়েছি। দর্শকরা কীভাবে গ্রহণ করেন, সেটি দেখার জন্য ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।”

অভিনেত্রীর স্বামী জাহির ইকবালও তার এই নতুন সূচনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “সোনাক্ষী সবসময় নিজের চরিত্রে শতভাগ দেন। ‘জাটধারা’-তেও সে অসাধারণ কাজ করেছে বলে আমার বিশ্বাস।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

