বিনোদন জগতে অনেক দিন ধরেই জোর গুঞ্জন শোনা যাচ্ছে টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত ও গায়ক শোভন গঙ্গোপাধ্য়ায় নাকি ডেটিং করছেন। তার উপরে দুজনের সোশ্যাল মিডিয়াও এমন কথাই বলছে। প্রায়ই একসঙ্গে ছবি পোস্ট করছেন তাঁরা। কিন্তু জিজ্ঞাসা করলেই নিজেদের শুধু ভালো বন্ধু বলেই দাবি করছেন স্বস্তিকা ও শোভন।
গুঞ্জন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকেই মনে করছেন নতুন বছরেই নাকি বিয়ের পিঁড়িতে বসছে চলেছে তারা। বিশেষ করে মঙ্গলবার এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই গুজব পালে বাতাস পায়। তবে সেই গুঞ্জনে কান দিচ্ছেন না স্বস্তিকা ও শোভন।
সম্প্রতি শোভন একটি ছবি পোস্ট করেন স্বস্তিকার সঙ্গে। সেই ছবিতে স্বস্তিকার অনামিকায় একটি আংটি দেখা যায়। সেই আংটি দেখেই প্রতিবেদনটি দাবি করেন, তাহলে কি স্বস্তিকা আর শোভন গোপনে বাগদান পর্ব সেরে ফেললেন! আর এতেই বেজায় চটেছেন টেলিভিশনের জনপ্রিয় নায়িকা স্বস্তিকা।
অভিনেত্রী জানিয়েছেন এই আংটি গত চার বছর ধরে তাঁর আঙুলে রয়েছে। সকাল বেলা ঘুম থেকে উঠে এরকম অবাস্তব একটা বিষয় দেখে ভীষন খারাপ লাগলো।এভাবে বলার আগে একবার জিজ্ঞেস করলে ভালো হত।
শোভনও চটে গিয়েই পোস্ট করেছেন, বিরক্তিকর। একটু থামলে ভালো হয় বন্ধুগন।
অতএব, বোঝাই যাচ্ছে, যা রটে তার সবটাই যে ঘটে এমনটা নয়। শোভন ও স্বস্তিকার বন্ধুত্বের সমীকরণ গভীর হলেও এখনই এর বেশি কিছু তাঁরা ভাবছেন না। অন্তত বার বার সংবাদমাধ্যমের সামনে এমনই বলেছেন দুজনই।
বরং সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসা করা হলেই দুজনে বলছেন, তাঁদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব রয়েছে, যেটাকে মোটেই তাঁরা প্রেম বলতে রাজি নন। আপাতত বন্ধুত্বের পাশাপাশি দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।
প্রসঙ্গত শোভন সম্প্রতি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায় অভিনীত 'তুমি আসবে বলে' ছবিতে প্লেব্যাক গেয়েছেন। অন্যদিকে স্বস্তিকাও ব্যস্ত তাঁর ধারাবাহিক 'কী করে বলব তোমায়' নিয়ে।
একুশে সংবাদ/আ/আ
আপনার মতামত লিখুন :