AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কঠিন রোগে আক্রান্ত বাহুবলী খ্যাত অভিনেতা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:২৫ পিএম, ২৬ নভেম্বর, ২০২০

কঠিন রোগে আক্রান্ত বাহুবলী খ্যাত অভিনেতা

কঠিন রোগে আক্রান্ত হয়েছেন বাহুবলী খ্যাত দক্ষিণী অভিনেতা রানা দাগগুবাতি। সম্প্রতি একটি টকশোতে এই খবর প্রকাশ করেন এই অভিনেতা। 

তিনি ওই টকশোতে বলেন, এক জটিল রোগে আক্রান্ত আমি।যার ফলে আমার কিডনি বিকল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

এর আগেও রানার স্বাস্থ্য সম্পর্কে নানা রকম খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিল। তবে এই প্রথম তিনি নিজের স্বাস্থ্য সম্পর্কে খোলাখুলি কথা বললেন।

গতবছর খবর ছড়ায় যে রানা কঠিন অসুখে আক্রান্ত হয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করিয়েছেন। সেই সময় খবরটি ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা। টক শোয়ে রানা বলেছেন, “জীবন যখন খুব দ্রুত চলে তখন একটা কিছু তা থামিয়ে দেয়।” এর পরেই রানা তার অসুখ সম্পর্কে বলেন, “৭০ শতাংশ সম্ভাবনা রয়েছে স্ট্রোক ও হেমারেজ এর। ৩০ শতাংশ মৃত্যুর সম্ভাবনা রয়েছে।”

এছাড়া কিডনি বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রানা। কয়েক মাস আগেই বিয়ে করেছেন দক্ষিণী অভিনেতা। আর বিয়ের ঠিক পরেই এমন কঠিন সময়ের মধ্যে এসে পড়েছেন রানা দাগগুবাতি। তাই এইসব কথা বলতে বলতে ভেঙে পড়েছিলেন অভিনেতা। তবে তারপরে চোখের জল মুছে জানান তিনি আশাহত নন।

একুশে সংবাদ /স/এস

 

Link copied!