তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছেন, রোববার (৭ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষায় ফিরে আসছেন।
এই তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’ এর যৌথ বিবৃতিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমাদের নৈতিকতা, মানবিকতা এবং শিশু শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে আগামী রোববার থেকে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন বা তালাবদ্ধ কর্মসূচি স্থগিত করা হলো। পরবর্তী কমসূচি সম্পর্কে পরবর্তী সময়ে আলাপ-আলোচনার ভিত্তিতে ঘোষণা করা হবে।”
এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে তিন দফা দাবি আদায়ে সহকারী শিক্ষকরা সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন পালন করছিলেন। এতে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যায়।
শিক্ষকদের দাবি ছিল—দশম গ্রেডে বেতন নির্ধারণ,১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান,শতভাগ বিভাগীয় পদোন্নতি।
এই দাবিতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ডাকে কর্মসূচি চালানো হয়।
শিক্ষকরা ৮-১১ নভেম্বর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। পুলিশের ধাওয়ায় দেড় শতাধিক শিক্ষক আহত হন। এরপর প্রাথমিক ও গণশিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে ক্লাসে ফেরেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি শুরু হয় এবং ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

