AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাজ্জাদ ও মাসুদের নেতৃত্বে ফিট জোন ইবির আত্মপ্রকাশ


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০১:১৪ পিএম, ১০ নভেম্বর, ২০২৫

সাজ্জাদ ও মাসুদের নেতৃত্বে ফিট জোন ইবির আত্মপ্রকাশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ফিটনেস ট্রেনিং এর লক্ষে ফিট জোন ইসলামী বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে। এতে শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষা বর্ষের সাজ্জাদ হোসেন সভাপতি ও সাধারণ সম্পাদক মাসুদ রানা নির্বাচিত হয়েছে।  

শনিবার (৮ নভেম্বর) সংগঠনটির উপদেশমণ্ডলী শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ.এসে.এমন সরফরাজ নওয়াজ, প্রভাষক মাসুদ রানা, উক্ত বিভাগের উপ- পরিচারক ড. আসাদুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথা নিশ্চিত করা হয়। 

সংগঠনটির অন্য সদস্যরা হলেন,সহ- সভাপতি ফারহানা নাসরিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কোষাধ্যক্ষ তিথি খাতুন, প্রচার সম্পাদক সাব্বির হোসেন সরোয়ার। 

ফিট জোন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাজ্জাদ হোসাইন বলেন, "ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা সকালের বেলায় জগিং বা রানিং করে থাকেন তাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য। তবে শুধুমাত্র জগিং বা রানিং করে সত্যিকারের ফিটনেস বজায় রাখা সম্ভব হয় না। তাই  আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ফিটনেস ক্লাব প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছি, যা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের ফিটনেস নিয়ে কাজ করবে। এই ক্লাবের মাধ্যমে আমরা সদস্যদের নিয়মিত ফিটনেস ট্রেনিং প্রদান করবো।  আমাদের ক্লাবের আওতায় এনে সঠিক গাইডলাইন অনুসারে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, স্ট্রেচিং, ইয়োগা এবং অন্যান্য কার্যক্রম করানো হবে।"

তিনি আরো বলেন, "আমরা চেষ্টা করব শিক্ষকদের মানসিক চাপ কমানোর জন্য বিশেষ এক্সারসাইজ করানোর, যাতে তারা মানসিকভাবে আরও সুস্থ ও সতেজ থাকতে পারেন। 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!