AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বির ক্যাডেট মোসাদ্দেক-নাফিজের দাপটে, ব্যাডমিন্টনে রানার্সআপ সুন্দরবন রেজিমেন্ট


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০১:১৩ পিএম, ১০ নভেম্বর, ২০২৫

বির ক্যাডেট মোসাদ্দেক-নাফিজের দাপটে, ব্যাডমিন্টনে রানার্সআপ সুন্দরবন রেজিমেন্ট

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) কর্তৃক আয়োজিত  আন্তঃ রেজিমেন্ট ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এ রানার্সআপ হয় সুন্দরবন রেজিমেন্ট। এতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন ও ক্যাডেট ল্যান্স কর্পোরাল নাফীজ আহম্মেদ সুন্দরবন রেজিমেন্টেরের প্রতিনিধিত্ব করেন। 

রবিবার (৯ নবেম্বর) চট্টগ্রাম কর্ণফুলী রেজিমেন্ট খুলসিতে এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

এতে কর্ণফুলী রেজিমেন্ট চ্যাম্পিয়ন ও সুন্দরবন রেজিমেন্ট রানার্সআপ হয়।

জানা যায়, প্রথমে মোসাদ্দেক ও নাফিজ সুন্দরবন রেজিমেন্টের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০টি জেলার প্রতিযোগী ক্যাডেটদের একে একে পরাজিত করে। অনন্য পারফরম্যান্সের মাধ্যমে তারা আন্তঃরেজিমেন্ট পর্যায়ে সুন্দরবন রেজিমেন্টের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করেন। পরবর্তীতে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় তারা অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে ময়নামতি রেজিমেন্ট এবং নেভাল উইং-কে পরাজিত করে ফাইনালে পৌঁছে। ফাইনাল পর্বে দুর্দান্ত লড়াইয়ের মাধ্যমে রানার-আপ হয় তারা।

উক্ত টুর্নামেন্টে পুরো বাংলাদেশের সেনা শাখার মোট পাঁচটি রেজিমেন্ট, নৌ শাখা ও বিমান শাখার বাছাইকৃত চৌদ্দজন ক্যাডেট। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলই তাদের ক্রীড়াসুলভ মনোভাব, শৃঙ্খলা ও দলগত চেতনার পরিচয় দিয়েছে। 

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন সুন্দরবন রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম,মহাস্থান রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স এবং কর্ণফুলী রেজিমেন্টের সম্মানিত অফিসারবৃন্দ।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সৈয়দ আল মসুদ (বিজিবি, এমএস, পিজিবিএমএস,এনডিসি, পিএসসি) বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন,“BNCC ক্যাডেটরা শুধু শৃঙ্খলা ও নেতৃত্বের অনুশীলনেই নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও জাতিকে গর্বিত করছে।”


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!