তিন দফা দাবি বাস্তবায়ন ও শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনার প্রতিবাদে দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন প্রাথমিক শিক্ষকরা।
রোববার (৯ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের ওপর লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, জলকামান ও টিয়ারশেল নিক্ষেপে শতাধিক শিক্ষক আহত এবং অন্তত পাঁচজন আটক হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারকে পদত্যাগ করতে হবে।
আন্দোলনকারী শিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিক্ষকদের রক্তে রঞ্জিত আন্দোলনের দায় কেউ এড়িয়ে যেতে পারে না। আমরা দুই উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।”
এদিকে, তিন দফা দাবি আদায় ও পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রেখেছেন শিক্ষকরা। পাশাপাশি তারা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষকদের দাবিগুলো হলো—
১. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান।
২.উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান।
৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
দেশজুড়ে চলমান এই কর্মবিরতির কারণে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

