রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় দেশজুড়ে পালিত হচ্ছে শোক দিবস। এ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্য পরীক্ষাগুলো নির্ধারিত তারিখ ও সময়ে যথারীতি অনুষ্ঠিত হবে।
এর আগে, সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পরপরই ভবনে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় ভবনটিতে বহু শিক্ষার্থী ক্লাস করছিল। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৭৮ জন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে