উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আসন্ন বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।
তিনি বলেন, ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষাগুলোর নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এর আগে আজকের (২২ জুলাই) পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে এক পোস্টের মাধ্যমে পরীক্ষার স্থগিতাদেশের বিষয়টি জানান।
উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। দোতলা ভবনের নিচতলায় আঘাতের পরপরই বিমানের ট্যাংক বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে।
দুর্ঘটনার পর পরই একের পর এক অ্যাম্বুলেন্সে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। সর্বশেষ মঙ্গলবার দুপুর পর্যন্ত এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের অধিকাংশই স্কুলের শিক্ষার্থী।
একুশে সংবাদ/স.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

