AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাত কলেজে অন্তর্বর্তী প্রশাসকের দায়িত্বে অধ্যাপক এ কে এম ইলিয়াস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৩ এএম, ১৯ মে, ২০২৫

সাত কলেজে অন্তর্বর্তী প্রশাসকের দায়িত্বে অধ্যাপক এ কে এম ইলিয়াস

রাজধানীর ঐতিহাসিক সাত সরকারি কলেজের প্রশাসনিক দায়িত্ব নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন প্রশাসন। এই ব্যবস্থায় প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। তাকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রোববার জানানো হয়, অধ্যাপক ইলিয়াসকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি অন্তর্বর্তী প্রশাসকের দায়িত্ব পালন করবেন। ঢাকা কলেজকেই এই প্রশাসনের প্রধান দপ্তর হিসেবে নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একজন সদস্য বিষয়টি নিশ্চিত করে জানান, এই অন্তর্বর্তী প্রশাসন মূলত সাত কলেজের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকারিতা আনতে সহায়ক হবে।

উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব প্রতিষ্ঠানে প্রায় দুই লাখ শিক্ষার্থী এবং এক হাজারের বেশি শিক্ষক রয়েছেন।

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে সরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হয়। তবে দীর্ঘদিন ধরে পরীক্ষার সময়মতো আয়োজন, ফল প্রকাশে বিলম্বসহ নানা অনিয়মের অভিযোগে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের পর চলতি বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত কলেজকে পুনরায় তাদের কাঠামো থেকে আলাদা করার সিদ্ধান্ত জানায়। এর ধারাবাহিকতায় সরকার নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেয়, যার নাম নির্ধারণ করা হয়েছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’।

সাত কলেজের ব্যবস্থাপনায় এই পরিবর্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

 


একুশে সংবাদ/ চ.ট/এ.জে
 

Link copied!