ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিডস্টোর এতিমখানা এলাকায় কভারভ্যান, প্রাইভেটকার, অটোরিকশা ও মালবাহী ট্রাকের চতুর্মুখী সংঘর্ষে দুই সহোদর ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পাড়াগাঁও বড়চালা গ্রামের মৃত মুনসুর আলী সরকারের ছেলে আমছার আলী সরকার (৬৫) ও তার ছোট ভাই নুরুল ইসলাম সরকার (৬০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ঢাকা অভিমুখী একটি প্রাইভেটকার ও অটোরিকশা ইউ-টার্ন নেওয়ার সময় কভারভ্যানের সাথে সংঘর্ষ হয়। এরপর প্রাইভেটকারটি গিয়ে অটোরিকশাকে ধাক্কা দিলে ময়মনসিংহগামী একটি দ্রুতগামী মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশার সাথে ধাক্কা খেয়ে ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়। এতে অটোরিকশা ও প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী আমছার আলী।
পরে গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান আমছার আলীর ছোট ভাই নুরুল ইসলাম। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক, প্রাইভেটকার, অটোরিকশা ও কভারভ্যান জব্দ করা হলেও চালকেরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একুশে সংবাদ/ম.প্র/এ.জে