আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির সমন্বয় করতে গিয়ে মে মাসের দুই শনিবার—১৭ ও ২৪ মে—সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৭ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে দাফতরিক কাজের স্বার্থে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও সব ধরনের অফিস খোলা থাকবে। সেই সূত্র ধরে শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি—সব প্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত কার্যকর হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা বোর্ডগুলোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই সিদ্ধান্তে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটি কিছুটা কমলেও ঈদপূর্ব দাফতরিক জটিলতা হ্রাস পাবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।
একুশে সংবাদ/স.ট/এ.জে
আপনার মতামত লিখুন :