সরকারের অনুমতি ছাড়া ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা বৃদ্ধি করেছেন। ৫ লিটারের বোতলের দাম বেড়েছে ৪৩ টাকা এবং ২ লিটারের বোতলের দাম ১৮ টাকা। এর ফলে ভোক্তাদের মধ্যে তেলের দাম নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
পেঁয়াজের দামও নতুন মৌসুম শুরুর শেষ মুহূর্তে বেড়েছে। গত দুই-তিন দিনে প্রতি কেজি পেঁয়াজের দাম ২০-৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। পেঁয়াজের ব্যবসায়ীরা সরবরাহ সংকটকে দাম বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখাচ্ছেন।
তবে বাজারে কিছুটা নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। পাতাসহ নতুন পেঁয়াজের কেজি দাম ৭০-৮০ টাকার মধ্যে থাকায় দাম কিছুটা কমেছে।
শীতের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা হ্রাস পেয়েছে।
লম্বা বেগুন: ৮০-১০০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা,গোল বেগুন: ১২০ টাকা থেকে কমে ৮০-৯০ টাকা,সবুজ শিম: ৮০ টাকা থেকে কমে ৫৫-৬০ টাকা,রঙিন শিম: ১০০-১২০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা,ফুলকপি: ৫০-৬০ টাকা থেকে কমে ৪০-৪৫ টাকা,বাঁধাকপি: ৪০-৫০ টাকা থেকে কমে ৩০-৩৫ টাকা,টমেটো: ১২০-১৪০ টাকা থেকে কমে ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা এনামুল হক বলেন, “শীতের সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। এতে বিক্রিও বেড়েছে।”
বেশ কয়েক সপ্তাহ ধরে ডিম ও ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে।
ফার্মের ডিম: প্রতি ডজন ১১৫-১২০ টাকা (কিছুটা বৃদ্ধি সম্ভব, পাইকারি দাম বেড়ে গেলে ডজন ১৩০ টাকা হতে পারে), ব্রয়লার মুরগি: প্রতি কেজি ১৫০-১৭০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, সরকারের অনুমতি ছাড়া ব্যবসায়ীরা তেলের দাম বাড়াতে পারবেন না। এটি আইনভঙ্গ, এবং সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

