সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম এক লাফে ৮৩ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এই নতুন দর ঘোষণা করে বিইআরসি।
এর আগে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণকারী কয়েকটি কোম্পানি সার কারখানার জন্য ব্যবহৃত গ্যাসের দাম ১৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব জমা দিয়েছিল। ওই প্রস্তাবের ভিত্তিতে বিইআরসি গণশুনানিরও আয়োজন করে।
গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছিলেন, গ্যাসের দাম সমন্বয়ের ক্ষেত্রে সব দিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। তিনি বলেন, গ্যাসের দাম বাড়লে সারের উৎপাদন খরচ নিয়ে কৃষক ও সাধারণ মানুষের উদ্বেগ রয়েছে। কৃষিকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।
তিনি আরও বলেন, জিডিপিতে কৃষির অবদান তুলনামূলকভাবে কম হলেও খাদ্য নিরাপত্তা ও বিপুল কর্মসংস্থানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এলএনজি আমদানির ব্যয়ও মূল্য নির্ধারণে বিবেচনায় এসেছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

