AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিআইইউ সিএসই ভলান্টিয়ার ক্লাবের নেতৃত্বে সাইম ও মাহরুফ



ডিআইইউ সিএসই ভলান্টিয়ার ক্লাবের নেতৃত্বে সাইম ও মাহরুফ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সিএসই ভলান্টিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু সাইম হোসেইন হৃদয় এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নূর হোসেইন মাহরুফ।


শুক্রবার ৬ নভেম্বর) সিএসই ভলান্টিয়ার ক্লাবের উপদেষ্টা প্রফেসর মোঃ আব্দুল বাসেদ চেয়ারম্যান সিএসই ডিপার্টমেন্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোঃ রাকিব হোসাইন, মির আমিরুল হক ও মহিউদ্দিন হাসানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২৫-২০২৬ সালের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি সাইম ও মাহরুফকে সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।

নতুন এ কমিটিতে আরো যাঁরা দায়িত্বে এসেছেন সহ-সভাপতি মো: হাতেম, সহকারী সাধারণ সম্পাদক মো: মুহতাসিম ফুয়াদ, সহকারী সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ ইয়াসিন আরাফাত হীরা, সাংগঠনিক সম্পাদক মো: রাকিবুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক মারিয়াম আক্তার, সৃজনশীল সম্পাদক কাকলী আক্তার, যৌথ সৃজনশীল সম্পাদক মো: বাঁধন মিয়া, যৌথ সৃজনশীল সম্পাদক মো: আশরাফুল ইসলাম আকিক, যৌথ সৃজনশীল সম্পাদক আল সামিউল রাতুল, ট্যুর ও ট্রাভেল ম্যানেজার রায়হান চৌধুরী তুষার, হোস্ট ও অ্যাঙ্কর কোঅর্ডিনেটর শামস নূর ইয়াসির তাওরাত, ক্রীড়া কোঅর্ডিনেটর (ইনডোর) মো: মোসফিকুর রহমান, ক্রীড়া কোঅর্ডিনেটর (ইনডোর) মিসকাতুল জান্নাত এমা, ক্রীড়া কোঅর্ডিনেটর (আউটডোর) ইয়াসিন আল মাহমুদ, ক্রীড়া কোঅর্ডিনেটর (আউটডোর) মো: জোবায়ের হোসেন, ক্রীড়া কোঅর্ডিনেটর (আউটডোর) মেসকাত আহমেদ সাদিদ, সেমিনার ও ওয়ার্কশপ কোঅর্ডিনেটর হাসান আল মাহমুদ, সেমিনার ও ওয়ার্কশপ কোঅর্ডিনেটর মোছা: রোমানা খানম, সাংস্কৃতিক সম্পাদক আপসারী আলিফ, এবং দাতব্য ও কল্যাণ সম্পাদক রেদোয়ান সুলতান রাব্বী।

নতুন সভাপতি আবু সাইম হোসেইন হৃদয় বলেন, Volunteer শব্দটা ছোট, কিন্তু এর মান সীমাহীন। একজন ভলান্টিয়ার শুধু কাজ করে না, সে হাসিমুখে পরিবর্তনের গল্প তৈরি করে। DIU CSE Volunteer Club সবসময় বিশ্বাস করে হাসিমুখে দায়িত্ব নেওয়াই আমাদের আসল শক্তি। আমাদের লক্ষ্য, একসাথে কাজ করা, একসাথে হাসা এবং প্রতিটি প্রজেক্টকে মনে রাখার মতো গল্পে পরিণত করা।

সম্পাদক নূর হোসেইন মাহরুফ বলেন, স্বেচ্ছাসেবক মানে শুধু দায়িত্ব নয়, এটা এক ধরণের অনুভূতি একসাথে কাজ করার আনন্দ। DIU CSE Volunteer Club সেই জায়গা, যেখানে সবাই শেখে, কাজ করে এবং একে অপরকে অনুপ্রাণিত করে। ছোট প্রচেষ্টাগুলোই বড় পরিবর্তন আনে।

নতুন কমিটি সিএসই ভলান্টিয়ার ক্লাবকে আরও সক্রিয় ও সামাজিকভাবে প্রভাবশালী করার লক্ষ্য নিয়ে কাজ করবে, যেখানে শিক্ষার্থী-ভলান্টিয়াররা একসাথে আনন্দ এবং দায়িত্বের মেলবন্ধনে সমাজে ইতিবাচক পরিবর্তন আনবেন।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!