কুমিল্লার দাউদকান্দিতে শীর্ষ সন্ত্রাসী ও কন্ট্রাক্ট কিলার মামুন সম্রাট (২৮) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। নিহত মামুন তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মকবুল মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, মামুন সম্রাটের বিরুদ্ধে তিতাস, দাউদকান্দিসহ বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) মামুন সম্রাট তিনজন নারীসহ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি বাসে রওনা হন। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর মোড়ে বাসটি থামলে তিনি পানি কিনতে নিচে নামেন। এ সময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মাথা ও গলায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই মামুনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী।
স্থানীয়রা জানান, মামুন গৌরীপুর এলাকায় মাদক, চাঁদাবাজি, ফিটিংবাজি নিয়ন্ত্রণসহ কিশোর গ্যাং পরিচালনা করতেন। পাশাপাশি আন্ডারগ্রাউন্ডে ভাড়াটে খুনির কাজও করতেন। এসবের জের ধরেই হয়তো এ হত্যাকাণ্ড ঘটেছে।
ওসি জুনায়েত চৌধুরী জানান, নিহতের মাথা ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
তিনি আরও বলেন, মামুন সম্রাট প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও মদ বিক্রি করতেন এবং এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে