সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। আজ নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক দল ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত ভেন্যু পরিবর্তন করে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচ।
চার ম্যাচে টানা জয় তুলে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচে উভয় দল জয় পেলে ২১ জুলাইয়ের বাংলাদেশ-নেপাল ম্যাচ হয়ে উঠবে অলিখিত ফাইনাল।
আজকের ম্যাচে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। খেলার নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ভুটান সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে। যদিও বাংলাদেশ একটি পেনাল্টি মিস করে, তবু শেষ দিকে আরও দুই গোল যোগ করে সহজ জয় নিশ্চিত করে।
এর আগে গত ম্যাচেও ভুটানকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের প্রথমার্ধ কিংস অ্যারেনোয় ১-০ গোলে এগিয়ে ছিল লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনলেও, শান্তি মারডির হ্যাটট্রিকে শেষ পর্যন্ত বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
একুশে সংবাদ/এ.জে