পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
গত বৃহস্পতিবার (২৯ মে) ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ টাকা ২৮ পয়সা, যেখানে আগের বছর শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা।
এছাড়া, একই বছরে সমন্বিত ক্যাশ ফ্লো ছিল মাইনাস ৪২ টাকা ২৩ পয়সা, যা আগের বছরে ছিল ১০ টাকা ৯৮ পয়সা।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৭ টাকা ১৯ পয়সা।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ আগস্ট সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ন।
একুশে সংবাদ / এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

